বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

৩ দিনব্যাপি ঢাকা মোটরশো শুরু হচ্ছে ১৬ মার্চ থেকে। 

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪০ Time View
৩ দিনব্যাপী ঢাকা মোটর শো" শুরু হচ্ছে ১৬ মার্চ থেকে।

আগামি ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি মটরশো’ সম্মেলন। দেশের অটোমোবাইল পছন্দ কারীদের জন্য ও ব্যবসায়িদের সাথে আধুনিকমানের মোডিফাইড মটরগাড়ি,এবং মটরসাইকেল ও অটোমোবাইল আসবাপ পত্রের সাথে পরিচয় করিয়ে দিতে এই ৩ দিনব্যাপি এ মটরশো চালো হচ্ছে।

২০২৩ সালের ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পরর্যন্ত ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দেশের আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনির আয়োজন করা হবে।আজ ৫ মার্চ প্রেসক্লাবের জহুর হোসেন চোধুরি হলে একটি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয় প্রতিস্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

 

এ বিষয়ে তিনি বলেন যে ঢাকা মটরশো ২০২৩ এর সাথে এবং একই স্থানে ৭তম ঢাকা বাইকশো ২০২৩ এবং ৬তম ঢাকা অটোপার্টস শো ২০২৩ এর আয়োজন করা হয়েছে।  বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না- ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল ১০ টা থেকে প্রতিদিন রাত্র ৮ তা পর্যন্ত উম্মুক্ত থাকবে।

 

 ১৬ তারিখের এ প্রদর্শনি নিয়ে তিনি আরও বলেন ঢাকার এ মটরশো’ একটি ওয়ানস্টপ সার্ভিস। যেখানে সকল ক্রেতা ও বিক্রেতা দের আগমন হবে, এবং দেশের দর্শক ও উদ্যেক্তরা নতুন গাড়ি, আসবাব পত্র এবং নতুন নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে।

 

এ বিষয় নিয়ে তিনি আরও বলেন যে এই অটোমোবাইল মটরশোতে দেশের বাহিরের, চিন,জাপান,ভারত,মালোশিয়া ও ইন্দোনেশিয়া ও অংশ গ্রহন করবে। এই শোতে অন্তত ৫৫০ টি বুথের মাধ্যমে অটোমোবাই- মটরসাইকেল আরও বিভিন্ন আনুষাঙ্গিক দেখানো হবে ৩৩০ টির মত প্রদর্শনকারী প্রদর্শন করবে। এখানে ভারতের বেশিরভাগ  কম্পানি অন্তত ২৫টি অংশগ্রহণ করবে।

 

তিনি আরও বলেন এই শোতে অংশগ্রহন করার ফলে মানুষের মনে ভালো মনোভাব তৈরি হবে যা দেশের বাজার বাড়াতে সাহায্য করবে। ও গাড়ি উৎপাদনে এদেশের উদ্যোক্তরা উথসাহ উদ্দীপনা পাবে। এই মটরশো একটি আন্তর্জাতিক প্রদর্শনির সাথে মিলবে যা মানুষের চিন্তা দ্বরা পরিবর্তন করে নতুন কাজের ব্যবস্থা তৈরি হবে। ও আন্তর্জাতিক ভাবে দেশের মান বৃদ্বি পাবে যার ফলে আাগামিতে এ মিলন মেলা আারও উল্লেখযোগ্য হারে বাড়বে,

সেখানে আরও উপস্থিত ছিলেন (সিও) এস এস সারোয়ার,নির্বাহি পরিচালক তানভির কামরুল ইসলাম এবং মার্কেটিং পরিচালক অভিষেক দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com
Theme Customized By BreakingNews