২০২৩ সালে নতুন বছরের প্রথম থেকেই শিক্ষাক্ষেত্রে নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পর্যায়ে । এ দুই শ্রেণিতে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বছরের শেষে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি )।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি ) থেকে এ আদেশের মাধ্যমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নির্দেশনা দেওয়া হয়েছে । তাছাড়া শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে , ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষাক্রমের দিকনির্দেশনা অনুসারে । এ দিকনির্দেশনা গুলোর ব্যপারে পরবর্তীতে স্কুলগুলোকে ও গুরুত্বের সাথে যথাযথ ভাবে জানিয়ে দেওয়া হবে ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আরো জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ের ষষ্ট ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ধারায় শিক্ষাক্রম অনুযায়ী শিখনফল –শেখানো এবং
মূল্যায়নের কার্যক্রমের ভিত্তিতেই জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষাক্রমের (এনসিটিবি) প্রণীত শিক্ষক সহায়িকাসহ শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী করতে হবে । পূর্বের ন্যায় শিক্ষার্থীদের মূ্ল্যায়নের জন্য কোনো ধরনের প্রচলিত নিয়ম অনুসারে কোনো পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না । যা সরকারি শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাবরের মতো ঘোষনা করা হয়েছে । এবছর শিক্ষাক্ষেত্রে ও এসেছে আমূল পরিবর্তন।
শিক্ষা অধিদপ্তর থেকে আরো বলেছেন , এ বছরের নতুন শিক্ষাক্রম যথাযথ বা ভাবে বাস্তবায়ন করার জন্য শিক্ষক , প্রতিষ্ঠান প্রধান , উপজেলা , উপজেলা বা থানা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা , জেলা শিক্ষা কর্মকর্তা , আঞ্চলিক উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকদের প্রতিনিয়ত পর্যবেক্ষন দ্বারা অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করতে হবে ।
আরও পড়ুন