বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন

লিওনেল মেসি নিয়ে বিস্তারিত 

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১০ Time View
লিওনেল মেসি নিয়ে বিস্তারিত 

মেসি হলো আর্জেন্টিনার একজন একজন জনপ্রিয় ফুটবল খেলোয়ার যার জনপ্রিয়তা আকাশ চুম্বি, লিওনেল আনদ্রেস বা লিও” মেসি শব্দটি একটি স্পেনিয় শব্দ,  leonel mesi.

 

মেসির জন্ম

লিওনেল মেসি (২৪ জুন ১৯৮৭)  সালে আর্জেন্টিনায় জন্ম গ্রহন করেন। তিনি আর্জেন্টিনার একজন জনপ্রিয় পেশাদার পুটবল খেলোয়ার হিসেবে সকলের নিকট পরিচিত হয়ে উঠেন।

 

বর্তমানে মেসি আর্জেন্টিনার জাতিয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এছারাও মেসি বার্সেলোনার ক্লাবের হয়ে খেলেছেন, ২০২১ সালে তিনি বলেন যে বার্সেলোনা ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না।

 

এই ক্লাবটি মেসি চলে যাওয়ার কারন হিসেবে স্প্যানিস লিগের নিয়ম ও তাদের কাঠামো কে ধোসারুপ করেন, লিওনেল মেসি সর্বকালের স্রেস্ঠ একজন খেলোয়ার হিসাবে পরিচিত।

 

মেসির খেলায় অর্জন

মেসি মোট রানা ৪বার সহ মোট সাতবার ব্যালন ডি’য়ার  জয় অর্জন করেন। তিনি ৬ বার ইরোপীয় সোনালি জোতা অর্জন করেন তার জিবন কালের পুরোটা সময় কেটেছে বার্সেলোনা লিগে,  সৈকানে তিনি ১০ টি লালিগা,৪ টি উয়েফা লিগ ও ৬ টি কোপা দেল সহ মোট ৩৩ শিরোপা অর্জন করেছেন। লালিগায় তিনি, সর্বোচ্চ গোলদাতা  (৪৪০ টি) গোলের কৃতিত্ব অর্জন করেন।

 

ইউরোপে এক মৌষুমে ৭৩ গোল দিয়ে রেকর্ড করেন, এক পন্জিকাবর্ষে ৯১ গোল, ক্লাসিকোরে ২৬ টি, লালিগায় ৩৪ টি গোল সহ ৮ টি হ্যাট্রিক করেন। মেসি লালিগা ১৮৩, কোপা আমেরিকায় ১২ সর্বোচ্য গোলের খেতাব অর্জন করেন। এবং জাতিয় দলে ৭০০ এর বেশি গোল করেছেন।

 

মেসির ছোট বেলায় জিবন কাল

লিওনেল মেসির জন্ম ও বেরে উঠা মধ্য আর্জেন্টিনায়। তিনি ছোট বেলায়(গ্রোথ হরমোন) রোগে ভোগেন,  সে সময় কোন ক্লাব তার চিকিৎসা করেনি, বরং বার্সেলোনা তাঁর চিকিৎসার সকল দায়আার গ্রহন করেন সেজন্য তিনি ১৩ বছর বয়সে এই ক্লাবের সাথেই চুক্তিবদ্ব হয়ে স্পেনে চলেজান।এবং নিজের খেলার জাদু দেখাতে শুরু করেন এবং ২০০৪ সালে ১৭ অক্টোবর বার্সেলোনার মূল দলে খেলা শুরু করেন।

 

লিউনেল মেসি ২০-০৭ সালে এক জন পেশাদার ফুটবলার হিসেবে নিজকে জাতির কাছে তুলে ধরেন। এবং ২০০৭ সালে ফিফার ব্যরন’হিযৃর পুরুস্কারে দ্বিতিয স্থান র্অজন করেন। মেসি ২০০৮-২০০৯ মৌসুমে  লিউনেল মেসি বার্সোলোনা  দলে  একজন পেশাদার খেলোয়ার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ।

 

মেসির সেরা মৌসুম

২০১১ -১২ মৌসুমে লিউনেল মেসি ইউরোপীয় ফুটবল দলে সর্ব্বোচ্চ  সংখ্যক গোলের কৃতিত্ব র্অজন করেন, এবং ২০১৪-২০১৫ সালের মৌসুমে লা লিগা ওয়েফা  লিগে সর্ব্বোচ্চ  সংখ্যক  গোলের খেতাব অর্জন  করে । বার্সোনোলা দল কে ট্রেবল জয় এনে দেন  এবং ২০১৮ সালে লিউনেল মেসি বার্সোলোনা  দলের অধিনায়ক হিসেবে যোগদান করেন ।

আরও পড়ুন

বাংলাদেশে সেপ্টেম্বরের মধ্যেই পাচঁ সিটি নির্বাচন

অর্থনীতি কি এবং অর্থনীতি নিয়ে কেন পড়বেন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com
Theme Customized By BreakingNews