বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন

রাজধানীতে ভবন ধসে পড়ে ,হেলে পড়ে  কিন্তু রাজউকের নেই কোনো সাড়া

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩৩ Time View
রাজধানীতে ভবন ধসে পড়ে ,হেলে পড়ে  কিন্তু রাজউকের নেই কোনো সাড়া

ঢাকার রাজধানীতে  প্রায় ১৩  বছরের মধ্যেই অন্তত ১৪টি  ভবন ভেঙ্গে ও হেলে পড়ায়  এ দূর্ঘটনায়   মৃতের সংখ্যা ৪০ জনের   মতো ।হেলে যাওয়া এ ভবনটি এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে। ঢাকা রাজধানী তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ২০১০ সালের জুন মাসে  আরেকটি পাঁচতলা ভবন ও  ভেঙ্গে পড়ে ।   এ দূর্ঘনায় মৃত্যু হয়  ২৫ জনের ।তথ্যনুযায়ী   জানা  যায় , এ ভবনটি  জলাশয়ের  নরম মাটিতে  কোনো পাইলিং   ছাড়াই করা হয় ।  যার দরুন এখন এ দূর্ঘটনার  মুখোমুখি হতে হয়েছে।

 ঢাকার রাজধানীতে   ভবন নির্মাণ করতে হলে  সর্বপ্রথম  ভূমির ছাড়পত্র নিতে হয় । এছাড়াও    রাজধানী উন্নয়ন কতৃপক্ষের নিকট হতে ও অনুমোদন নিতে হয় ।  আবার  ভবন নির্মাণের কাজ শেষ হলে স্থাথীয় ভাবে থাকার জন্য ও সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট সংগ্রহ করতে হয় ।  এ তথ্য গুলো ছাড়াও ভবনের কাজ ভালো  ভাবে হ্চ্ছে কি না, তা   ভালো দেখাশুনা বা যাচাই কররি দায়িত্ব ও  রাজউক কর্তৃপক্ষের ওপর ।

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ভবনটির ধংসস্তুপ হওয়ায়  রাজউক  জানান , এ ভবনটির কোনো  অনুমোদন পত্র তাদের নিকট  ছিল না ।   ভবনটির নির্মাণ কাজে ও  কোনো বিধি –বিধান  মানা হয়নি ।     

  এ ধরণের পরিকল্পনা ও   উন্নয়নের দায়িত্ব থাকে রাজউকের ওপরই ।   কিন্তু   এ সংস্থাটির কাজের ব্যর্থতার কারণেই   এমন পরিস্থিতি ঘটে ।  নিয়ম – নীতিমালাকে লঙ্ঘন করেই ভবনের কাজ হচ্ছে  । অথচ এর কোনো তদারকি  ভালোভাবে হচ্ছে না ।   এমন বেখেয়ালী হওয়ার পেছনের মূল কারণ  হলো  দুর্নীতি।

রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের  বিশেষ  করে   মোটা  অংশের লাভের  জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে  সাধারণ জনগণের জীবনযাপন ।

রাজউকের কর্মকর্তা-রাজধানীতে গত  বারো বছরে ও  ১৪টি ভবন  বিধস্ত ও হেলে পড়ার মতো দূর্ঘটনার শিকার হতে হয়েছে ।  এ দূর্ঘটনায় প্রাণ হারায়   ৪০ জন  আহত হন   আরো  অধিক মানুষ  ।

তাছাড়া এ দূর্ঘটনার  ঘটার কারণ  ভবন নির্মাণে  রাজউকের কোনো  অনুমতি ছি ল না । এমনকি তা নিয়মের বাইরে করা হয় যার ফলশ্রুতিতে এমন ।

ঢাকা রাজধানী  একটি ঘনবসতি শহর এলাকা   তাই সচরাচর  এমন ঘটনা হলে ও তাদেরকে নিয়ম মানাতে  রাজউক কর্তৃপক্ষের কোনো  উদ্যোগ নেই ।  আশপাশের  এলাকাগুলা ও তাদের আওতাভুক্ত থেকে ও তা অনুমোদন ব্যতীত , এসব ব্যাপার ও রাজউকের কোনো খেয়াল নেই।   আবার তারা এসকল  ঝূঁকিপূর্ণ ভবনের ও  কোনো  তালিকা করেননি । 

 এ ব্যাপারটি নতুন করে সামনে আলোকপাত করা হয়   ঢাকার পুরাতন  সিদ্দিকবাজারে ও ভবনের বিস্ফোরণে   ২৪ জন নিহত হয়েছে । এ দূর্ঘটনার  পর পরই  পুলিশ   অনুমানের   মাধ্যমে   বলছে, এ ভবনটি  মূলত  পাচঁতলা করার  অনুমোদন দেওয়া হয় কিন্তু তারা সাততলা অবধি করেন । তাছাড়া রাজউক  এ ভবনের কোনো  নকশা ও অন্য কোনো নথিপত্র   তারা পাননি।  

আরো ও পড়ুন

বিশ্ববাজারে সোনার মূল্য প্রায় ২ হাজার ডলার ছাড়িয়ে যাবে

সীতাকুন্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর অন্তত চারদিন যাবত ‍বিদ্যুৎহীন ২০০ পরিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com
Theme Customized By BreakingNews