বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন

যে কাজ গুলো কোন সময় কখনো করবেন না

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১১ Time View
যে কাজ গুলো কোন সময় কখনো করবেন না

যে কাজ গুলো কোন সময় কখনো করবেন না এবং যে কথা গুরো পালন আপনার জন্য অনেক উপকার হবে।

 

০১-পর্নগ্রফি থেকে বিরত থাকা কারন একবারর্ পর্নগ্রফিতে আসক্ত হয়ে গেলে তার থেকে আর সহযে বাচা যায়না। এ জন্য নিল ছবি থেকে বেচে থকতে হবে। এটা এমন একটা বিষয় যা একবার দেখা শুরু করলে বার বার দেখতে ইচ্ছা জাগে। মনে হবে যে, কোন মেয়ে বা ছেলের সাথে বাস্তবে সকল কিছু করছি কিন্তু আসলে তার উলটোটা যার বাস্তবের সাথে কোন সর্ম্পকই নাই।

 

০২- কারো সাথে বন্দুত্ব করার সময়র্  সজাগ থাকা। কারন একজন ভালে বন্ধু আপনাকে ভালো

কিছু করতে সাহায্য করবে। আর একজন খারাপ বন্ধু আপনাকে খারাপের দিকে ‍নিয়ে যাবে, তাই সবর্দা ভালোর সাথে চলার চেস্টা করতে হবে।

 

০৩-  আবেগ নিয়নত্রন রাখা। আবেগে পরে কোন কিছু করবেননা কোন কিছু করার আগে ১০ বার ভাববেন কারন আভেগে পরে কোন কিছু করলে তার সাস্তি আপনাকেই পেতে হবে। এজন্য আবেগে পড়ে কোন কিছু করবেননা।

 

০৪-  সকলকে খুশি রাখার মনমানোসিকতা থাকা। আপনি একজিবনে সকলকে কখনো খুশি রাখতে পারবেননা। কারন যাকে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খুশি করতে যাবেন না গেলেই বিপদে পরবেন।

 

০৫- আপনার কঠিন বিপদে যে আপনার পাশে ছিলো আপনাকে ছেড়ে চলে যায়নি তাকে কখনো ভুলবেননা। আপনিও তার পাশে থাকার চেষ্টা করবেন। তাকে ছারবেননা।

 

০৬- নেশা জাতিয় কোন কিছু থেকে নিজেকে বিরত রাখবেন। কোন সময় নেশা করবেননা কারন এই নেশা আপনাকে ধিরে ধিরে শেষ করে দিবে।

 

০৭- মাজারে কোন সময় বেশি সাওয়াবের আশায় টাকা বা অন্য কোন কিছু দান করবেননা। কারন খবর নিলে জান্তে পারবেন তারা ব্যবসা করে।

 

০৮- ম বাবার সাথে কখনো খারাপ ব্যবহার বা মারধর করবেননা। কারন মা-বাবাই এ পৃথীবিতে নির্স্বাথে সন্তানকে ভালোবাসে। সর্বদা তাদের সাথে ভালোভাবে চলোন।  দুনিয়া ও আখিরাতে শান্তি পাবেন।

 

০৯- কখনো কাওকে বেশি ভক্তি করবেননা। ভক্তি করলেও কাওকে বেশি অন্ধ ভক্তি করবেননা।

 

১০- সোশ্যাল মিডিয়ায় সারাদিন সময নস্ট করবেনা। এটি এমন একটি মাধ্যম যার মধ্যে ঢুকার পর আপনার আর বাহির হতে ইচ্ছা করবেনা। তাই যতটুক চালানোর দরকার তার চেয়ে বেশি ব্যবহার করবেননা।

 

১১- যদি কখনো নিজের গ্রামের বা দেশের বাহিরে জান তাহলে নিজের জন্মভূমির কথা কখনো ভুলবেননা।

 

১২- মুরুব্বি দের সাথে কখনো ঠাট্রা-বিদ্রোপ করবেননা। কারন আপনিও একদিন তাদের মতো হতে হবে।

 

১৩- শুধু বৃত্তবানদের সালাম না দিয়ে ছোট,বড়, ধনি,গরিব, সকলকে সালাম দিন। কারন ইসলামে একজন মুসরমান আরেকজন মুসলমানের ভাই-ভাই

 

১৪- রাগে কখনো কোন ভুল সিদ্ধান্ত নিবেননা। কারন এ বুলের জন্য আপনাকে অনেক কাঠ ঘর পোহাতে হবে।

 

১৫- গোপন কথা কখনো শেযার করবেননা। এ কথা যতক্ষন আপনার কাছে থাকে ততক্ষন নিরাপদ থাকে। কাওকে বলে ফেল্লে কথা আর গোপন থাকেনা।

 

বিদ্রো: সবগুলো কথা পালন করতে পড়ুন ভুরবেননা, যদি লেখাটি বিন্দু পরিমানও ভালোলাগে লেখাটি শেয়ার ও ফলো করতে ভুলবেননা।

আরও

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com
Theme Customized By BreakingNews