টালিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলীখান ফটোশপ কারিদের সাথে দিনে দিনে দৌরাত্ব বৃদ্বি পাচ্ছে, অভিনেতারা যেখানেই যান না কেন শেখানেই ফটোশপকারুদের উপ্সথিতি বিরাজমান, ও কেমারা নিয়ে হাজির।
বর্তমানে অবস্থা এমন পর্যায় চেলে গিয়েছে যে,অভিনেতাদের বাড়ির বিতরেও চলে যেতে চাচ্ছে ফটোশপকারির দল। যেমনটা ঘটেছে কারিনা কাপুর ও সাইফ আলির সঙ্গে।
ভারতের একটি গণমাধ্যমের বরাদ দিয়ে জানা গেছে, মালাইকা অরোরার মা জয়েছ অরোরার জন্মদিনের অনুস্ঠান ছিলো সেদিন। সেখানে অতিথি ছিলেন সাইফ আলীখান ও কারিনা কাপুর অনুস্ঠানে গভির রাত পর্যন্ত আনন্দে মঝেচছেন দুই তারকা দম্পতি।
যখন সাইফ-কারিনা দম্পতি গেইট অতিক্রম করে বিতরে ডুকে তখনি ২০ জন আলোকচিত্রী পোজ দিতে বলেছেন তাদের। তখনি অভিনেতারা মেজাজ হারান। তখন চিত্র সাংবাদিকদের বলেন আপনারা একটা কাজ করুন আামাদের বেডরুমে চলু:
এ ঘটনার পর থেকে শোনা যাচ্ছে, আাবাসনের সেখানকার নিরাপত্তা কর্মীদের চাকরি থেকে বর্খাস্ত করেছেন সাইফ। এ ঘটনা সত্যি কি ফটোশপ কারী দের হয়েছে? একটা বিবৃতি দিয়ে স্পসট ভাবে উল্লেক করেন সাইফ আলি খান।
সাইফ আলী খান জানান যে আবাসনের কোন কর্মিকে চাকরি থেকে বর্খাস্ত করা হয়নি। কারন উল্লেখ করে বলেন এ ঘটনায় তাদের দোষই ছিলনা। এবং সেখানে উপস্তিত তাকা ফটোশপ কারীদের কোন আইনি অভিযোগ করছেন না।
এ বিষয় নিয়ে সাই আলীখন রেগে গিয়ে বলেন আবাসনের থাকা নিরাপত্তা কর্মিদের উপস্থিতি থাকা সত্তেও অন্তত ২০ জন সাংবাদিক সেখেনা ডুকে পরে, যা পরিস্থতির বাহিরে চলে যায়। সাইফ আলী খান জানান সেটা বোদগাম্য না।
শুধু সাইফ- কারিনা না তাদের ছেলে তৈমুরকে নিয়ে কম বেকপোহাতে হয়না, ফটো শিকারীরা তাদের সর্বদা নজর বন্দি করে রাখে স্কুল ও বিভিন্য জাগায়। যা সাইফ আলী খান বিরক্ত প্রকাশ করেছেন।
সাইফ আলী খান আরও বলেন যে আমি সবসময় সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করি ও আমি তাদের কাজটা বুঝি, কিন্তু সেটা বাড়ির বাহিরে বাড়ির বিতরেনা। সেটা তাদের বুজা উচিৎ আর আমি বেডরুমের কথা বলেছি যখন সিমা অতিক্রম হয়ে চলে যায়। সাইফ মেজাজ হারালেও কারিনা এ বিষয়ে কিছু বলেনি।