Site icon dotnewsbd.com

 ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধস্ত পশ্চিম   মিসিসিপি, নিহত২৬ জন

ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধস্ত পশ্চিম   মিসিসিপি

ভয়াবহ  টর্নেডোর  আঘাতে  বিধস্ত যুক্তরাষ্ট্রের   অধিক রাজ্য।   ক্যালিফোর্নিয়ার  পরে  আবারো  ভেঙ্গে চূড়মার  মিসিসিপি ।

   জানা যায় , স্থানীয় সময়  গত শুক্রবার   গভীর রাতে  মিসিসিপি   এড়িয়া নিয়ে    একটি শক্তিশালী টর্নেডো  এবং বজ্রপাতে    নিহত  হয় ২৬ জন ।  খবর সিএনএনের ।

 এতে আহত হয়েছেন   শতাধিক ।  প্রায়  শতাধিক  মানুষই  গৃহহীন হয়ে পড়েছেন ।এখনো প্রায় ৩২হাজার বাড়ি  বিদ্যুৎবিহীন  পরিস্থিতিতে আছে ।

প্রচন্ড বাতাসের গতিবেগে  এবং  ঝড়ের কবলে পড়ে   আরো কয়েকজন  নিখোঁজ রয়েছেন ।  এ  দেশটির আবহাওয়া দপ্তর কর্তৃপক্ষ   ধারণা করেন , এ ভয়াবহ টর্নেডোর  প্রায় ১০০  মাইল   এরিয়ায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ।  এদিকে   এ টর্নেডোর ব্যাপক প্রভাব পড়েছে   পশ্চিম মিসিসিপির  ‍সিলভার সিটি  নামক  একটি ছোট্ট শহরে ।    

 প্রচন্ড ঝড়ের কারণে   পুরো শহর  বিদ্যুৎহীন অবস্থায় ছিল। সিলভার সিটি  শহরের   অধিকাংশ  বাড়ি গুলো ও বিধস্ত হয়েছে । আশপাশে  থাকা  প্রচুর  গাছ-পালা ও ভেঙ্গে গেছে ।

এদিকে   মিসিসিপির গভর্নর টেট রিভস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন , ভয়াবহ টর্নেডোতে  এ দূর্ঘটনায়   নিহত  হয়েছে  ২৬ জন , এতে আহত হয়েছেন শতাধিক ।   উদ্ধার অভিযানে  এখন ও অবধি কাজ করছেন উদ্ধারকর্মীগণ ।    
এ প্রসঙ্গে রোলিং ফর্কের মেয়র  এলড্রিজ ওয়াকার বলেন , ভয়াবহ এ টর্নেডোর আঘাতে  আমার শহর  প্রায় বিধস্ত হয়ে গেছে ।  অবশ্যই আমরা আবারো উঠে দাঁড়াবো ।     

আরও পড়ুন

এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বললেন বাইডেন

ইউক্রেনকে  স্লোভাকিয়া থেকে আগত  চারটি মিগ -২৯ যুদ্ধবিমান  দিয়েছে

Exit mobile version