একজন আদর্শ মা তার সন্তানকে যেভাবে যত্ন করে বড় করেন ঠিক তেমনি ব্যবসাকে ও মনোযোগের সাথে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের দ্বারাই প্রতিষ্ঠিত করতে হয় । বেশির ভাগই ধারনা পোষণ করে থাকেন একটি নির্দিষ্ট ফর্মুলা প্রয়োগ করে তার ব্যবসাকে দাঁড় করাবেন । বরং এ ধারনা পোষণ করে ব্যবসাকে পরিকল্পনামতো সঠিক পন্থায় এগিয়ে নেওয়া যায় না ।তাই পরিস্থিতির সাথেই ব্যবসাকে কিছু ” টিপস এন্ড ট্রিকস “ বা নানা ধরণের কৌশল অবলম্বন করতে হয় । তবে এ কৌশল প্রয়োগের ও চারটি ধাপ রয়েছে , আর তা বুদ্ধিমত্তা ও বিচক্ষনের সাথে প্রয়োগ করলে একজন ব্যবসায়িক তার ব্যবসায় সফল হওয়া অনেক সহজ ।
· বিশ্বস্ত হওয়া : ব্যবসায় সফলতা অর্জনের জন্য বিশেষভাবে তা প্রয়োজনীয় । যেমন আপনি যদি কোনো ক্রেতার বিশ্বস্ত অর্জন করতে পারেন তাহলেই আপনি সুনিশ্চিত ভাবে ব্যবসায় সফলতা লাভ করতে সক্ষম হবেন । কিন্ত বিশ্বস্ত হতে ও অনেক সময়ের ব্যাপার । ব্যবসায় সততা ও সময়নিষ্ঠতার দ্বারাই একজন ক্রেতাকে সেবা দেয়া সম্ভব ।
· স্বল্প উদ্দেশ্য : অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই শূন্য অবস্থান থেকে শীর্ষ অবস্থানে অতি দ্রুত পৌঁছাতে চায় । যদিও তা বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয় না । কিন্তু যদি কোনো নিদির্ষ্ট এলাকার উদ্দেশ্যকে কেন্দ্র করে তাহলে অবশ্যই সফলতা অর্জনে তা সাহায্য করে থাকে । এজন্য সর্বপ্রথমেই বাজারের পুরো এরিয়াকে মেইন উদ্দেশ্যের মাঝে সীমাবদ্ধ রাখা সঠিক নয় ।
সহজ মাধ্যম রয়েছে । যা শুধুমাত্র অনলাইন প্লাটফর্মের মাধ্যমেই সফল হওয়া যায় ।
কাজে ঝূঁকি নেওয়া :
ব্যবসা করতে হলে শুরু থেকেই ঝূঁকি নিতে হয় । নিজে আরাম –আয়েশে থেকে কখনোই ব্যবসায় সফল হওয়া যায় না । এজন্য নিজেকে ও দূর্গম পথে শত বাধা – বিপত্তি আসলে ও স্থির থাকতে হবে তবেই সফল হওয়া সম্ভব । আবার সব ক্ষেত্রে ও ঝূঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয় ।
তাই অতন্ত বুদ্দিমত্তা ও বিচক্ষণতার সাথেই যেখানেই ঝূঁকি নেওয়া প্রয়োজন সেখানেই ঝূঁকি নিতে হবে । আর যেখানে ঝূঁকি নেওয়ার কোনো প্রশ্নই আসে না সেখানে ঝূঁকি না নিলে ও হবে। অর্থাৎ সঠিক পরিকল্পনা ও বিচক্ষণতার সাথে এগিয়ে গেলে অবশ্যই একদিন শূন্য থেকে শীর্ষে অবস্থান করা ও সম্ভব । শুধুমাত্র প্রচেষ্টার ফলে জিরো থেকে হিরো হওয়া যায় , এর কোনো বিকল্প নেই ।