বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন

পবিত্র রমজানে রোজাদারদের জন্য ইফতারের উন্মুক্ত ব্যবস্থা করেছে চেলসির

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬ Time View
পবিত্র রমজানে   রোজাদারদের   ইফতারের  উন্মুক্ত ব্যবস্থা করেছে চেলসির

গত বছরে ইংল্যান্ডের   প্রথম ফুটবল   ক্লাবে তারা নিজেদের মাঠে ঈদের জামাতের আয়োজন করেছেন ব্ল্যাকবার্ন রোভার্স ।  এরজন্য  এবার সকল রোজাদারৃদের  জন্য উন্মুক্তভাবে আয়োজন করতে  যাচ্ছে    এ ইংল্যান্ডের   বহুল সমালোচিত সে ক্লাব  যার নাম চেলসি ।  এ বছরের ২৬ মার্চ ইফতারের আয়োজনটি বিশাল ভাবে  জাঁকজমকপূর্ণ  পালিত হবে  চেলসির মাঠ  স্টার্মফোর্ড  ব্রীজে ।

এছাড়া ও পবিত্র রমজানে ইংল্যান্ডের  সুবিশাল জাঁকজমকপূর্ণ এ বড়  আয়োজনে  মুসলমানরা    যারা রোজাদার  তারা সকলে একসাথেই  ইফতার করতে পারবেন ।  এছাড়া  ও সকলের মধ্যে   ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও আন্তরিকতা বাড়ানোর ও সুযোগ রয়েছে ।

এ ইফতারের আয়োজনে আশপাশের স্থানীয় মসজিদ  ও চেলসির   সকল সমর্থকরা  এমনকি  স্কুলের  শিক্ষার্থীদের ও  সেখানে থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ করা হবে । এছাড়া ও চেলসি  ক্লাবের  সকল স্টার্ফরা ও এতে অংশগ্রহন করতে পারবে ।

 

বিনামূল্যেই উন্মুক্ত এ ইফতার  আয়োজনে  স্পনসর  ও সহায়তা করছে রমজান টেন্ট প্রজেক্ট । ২০১৩ সালে   এ সংস্থাটি  প্রতিষ্ঠা হয়েছিল।  আর এ সংস্থাটির  অন্যান্য   সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে ও রমজানকে ঘিরে সচেতন করতে   এ উদ্যোগ নিয়ে কাজ করেন।

 

এ বছর সহ  নিজেদের ১০তম আয়োজন হবে রমজান মাস উপলক্ষে

করবে রমজান টেন্ট  প্রজেক্ট ।   এমনকি তারা প্রতিবারই  রমজান উদযাপন করে থাকে  । এরই ধারাবাহিকতায়   কৃষ্টি – কালচার   ও উদযাপন করা হয় ।

তারা এটাও জানান,  এ উদযাপনের মাধ্যমেই মূলত  চেলসি ক্লাবের সাথে যৌথ ভাবে কাজ  করছি । চেলসি প্রিমিয়াম লিগ এ প্রথম তারা  ইফতার আয়োজনের উদ্যোগ নেন ।

 

তাদের ক্লাবের প্রধান আরোও জানান, এ উদ্যোগটি  যথাযথ ভাবে  আয়োজনের ব্যবস্থা করতে পেরে তারা ও অনেক উচ্ছসিত ।

আরও পড়ুন 
সীতাকুন্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর অন্তত চারদিন যাবত ‍বিদ্যুৎহীন ২০০ পরিবার
ব্যবসায় সফল হওয়ার ধাপসমূহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com
Theme Customized By BreakingNews