Site icon dotnewsbd.com

   জার্মান থেকে   ১৮টি লেপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন

জার্মানী থেকে   লেপার্ড ২ ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন ।   গত সোমবার ২৭ মার্চ  সর্বমোট ১৮টি ট্যাংক   ইউরোপের এ দেশে এসে  পৌঁছায় । রাশিয়ার বিরুদ্ধে  মোকাবেলা করার জন্য   জার্মানি থেকে এ বছরের  এই ট্যাংকগুলো  মূলত ইউক্রেনকে হস্তক্ষেপ করা হয় ।   কারণ  জার্মানি থেকে  ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি ছিল  আগেই । মঙ্গলবার  ২৮মার্চ  এক প্রতিবেদনেই  এ তথ্যটি জানিয়েছেন  বার্তাসংস্থা রয়টার্স ।

এছাড়া প্রতিবেদনে আরো বলা হয়েছে ,   রাশিয়ার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য   ইউক্রেনকে সহযোগিতা করতে জার্মানি  প্রতিশ্রিুতি দিয়েছিল ।   তবে সর্বমোট ১৮টি লেপার্ড  ২  ট্যাংকটি  ইউক্রেনে পৌঁছায় তা  সোমবারে নিশ্চিত করেছেন  জার্মানি প্রতিরক্ষা  মন্ত্রণালয় ।

 এ বছরের জানুয়ারিতে  এ ট্যাংক  সরবরাহ করতে রাজি হয় জার্মানি ।   রয়টার্স বলেছে , লেপার্ড ২  মডেলের  এ অত্যাধুনিক ট্যাংক ইউরোপের   পশ্চিমা দেশের   অস্ত্রশস্ত্রের মধ্যে  অন্যতম । এদিকে  রাশিয়া হামলা কে ঠেকাতে  এই ট্যাংকগুলোকে   প্রয়োজনীয় হিসেবে দাবি  করেছে কিয়েব ।

 এদিকে  ইউক্রেকে   এ ট্যাংক গুলো  দেওয়ার  জন্য রাজি হওয়াতে এ ব্যাপারটিকে  অত্যন্ত বিপদজ্জনক বলে   আখ্যা দেয় ।  আবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী  বরিস পিস্টোরিয়াস  টুইট  বার্তায় জানায় , আমি একেবারে নিশ্চিত ,   যুদ্ধের এ ট্যাংকগুলো  যুদ্ধক্ষেত্রে বিশাল  অবদান রাখতে সক্ষম ।  এ ট্যাংগলো এখন ইউরোপ ছাড়াও  কানাডা এবয় ইন্দোনেশিয়া দেশে  ব্যবহার করা হচ্ছে ।  এ ট্যাংক জার্মান তৈরি করলে ও তা  মূলত সেনাবাহিনি ও সামরিক বাহিনীরাই   এ ট্যাংকগুলো যুদ্ধে ব্যবহার করে থাকেন ।

আরোও পড়ুন

এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বললেন বাইডেন

 ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধস্ত পশ্চিম   মিসিসিপি, নিহত২৬ জন

Exit mobile version