মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
 আগামী ১৭ মার্চ  জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন আইটেম গানে বেশ উৎফুল্ল   পূজা চেরি পেট ব্যথা কমানোর ঘরোয়া   উপায়    জার্মান থেকে   ১৮টি লেপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন  ঢাকার রাজধানীর কাপ্তান বাজারের   ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধস্ত পশ্চিম   মিসিসিপি, নিহত২৬ জন ওয়ারেন্ট ছাড়া কি আসামিকে গ্রেফতার করা যায়? প্রশ্ন করলেন পুলিশ প্রধান আইজিপি এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বললেন বাইডেন ইউক্রেনকে  স্লোভাকিয়া থেকে আগত  চারটি মিগ -২৯ যুদ্ধবিমান  দিয়েছে ক্রিপ্টোকারেন্সি বলতে কি বুঝায় এবং ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ সকরে? What is cryptocurrency bangla article?? আরাব খানকে দেশে আনতে রেড অ্যার্লাটি ইন্টারপোল গ্রহন করেছে: বললেন আইজিপি যে কাজ গুলো কোন সময় কখনো করবেন না কেন গ্রেপ্তার হলো চিত্রনায়িকা মাহিয়া মাহি ?

   জার্মান থেকে   ১৮টি লেপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪০ Time View

জার্মানী থেকে   লেপার্ড ২ ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন ।   গত সোমবার ২৭ মার্চ  সর্বমোট ১৮টি ট্যাংক   ইউরোপের এ দেশে এসে  পৌঁছায় । রাশিয়ার বিরুদ্ধে  মোকাবেলা করার জন্য   জার্মানি থেকে এ বছরের  এই ট্যাংকগুলো  মূলত ইউক্রেনকে হস্তক্ষেপ করা হয় ।   কারণ  জার্মানি থেকে  ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি ছিল  আগেই । মঙ্গলবার  ২৮মার্চ  এক প্রতিবেদনেই  এ তথ্যটি জানিয়েছেন  বার্তাসংস্থা রয়টার্স ।

এছাড়া প্রতিবেদনে আরো বলা হয়েছে ,   রাশিয়ার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য   ইউক্রেনকে সহযোগিতা করতে জার্মানি  প্রতিশ্রিুতি দিয়েছিল ।   তবে সর্বমোট ১৮টি লেপার্ড  ২  ট্যাংকটি  ইউক্রেনে পৌঁছায় তা  সোমবারে নিশ্চিত করেছেন  জার্মানি প্রতিরক্ষা  মন্ত্রণালয় ।

 এ বছরের জানুয়ারিতে  এ ট্যাংক  সরবরাহ করতে রাজি হয় জার্মানি ।   রয়টার্স বলেছে , লেপার্ড ২  মডেলের  এ অত্যাধুনিক ট্যাংক ইউরোপের   পশ্চিমা দেশের   অস্ত্রশস্ত্রের মধ্যে  অন্যতম । এদিকে  রাশিয়া হামলা কে ঠেকাতে  এই ট্যাংকগুলোকে   প্রয়োজনীয় হিসেবে দাবি  করেছে কিয়েব ।

 এদিকে  ইউক্রেকে   এ ট্যাংক গুলো  দেওয়ার  জন্য রাজি হওয়াতে এ ব্যাপারটিকে  অত্যন্ত বিপদজ্জনক বলে   আখ্যা দেয় ।  আবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী  বরিস পিস্টোরিয়াস  টুইট  বার্তায় জানায় , আমি একেবারে নিশ্চিত ,   যুদ্ধের এ ট্যাংকগুলো  যুদ্ধক্ষেত্রে বিশাল  অবদান রাখতে সক্ষম ।  এ ট্যাংগলো এখন ইউরোপ ছাড়াও  কানাডা এবয় ইন্দোনেশিয়া দেশে  ব্যবহার করা হচ্ছে ।  এ ট্যাংক জার্মান তৈরি করলে ও তা  মূলত সেনাবাহিনি ও সামরিক বাহিনীরাই   এ ট্যাংকগুলো যুদ্ধে ব্যবহার করে থাকেন ।

আরোও পড়ুন

এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বললেন বাইডেন

 ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধস্ত পশ্চিম   মিসিসিপি, নিহত২৬ জন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com  
Theme Customized By BreakingNews