Site icon dotnewsbd.com

সজনে পাতার গুনাগুণ এবং  তার উপকারিতা

সজনে পাতার গুনাগুণ এবং এটি মহাষৈৗধ বলে পরিচিত

আমরা সাধারণত সজনে পাতার ডাটার তরকারি খেয়ে থাকি । কিন্তু অনেক  অবাক হওয়ার বিষয় হলো সজনে ডাটার  ন্যায় ও সজনে পাতা খাওয়া যায় ।  এ পাতার ও  রয়েছে বিশেষ গুণ ।আবার এ সজনে পাতার গুড়োঁর ও  গুনাগুণ রয়েছে ।

 সজনে পাতার মধ্যে  যা যা রয়েছে 

এতে  ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম , পটাসিয়াম ও জিংক বিদ্যমান ।সজনে পাতাকে আবার শাক   করে ও খাওয়া যায়। ফলে  শারীরিক ক্লান্তি , শরীরের  ব্যথাকে ও  লাঘব করে থাকে । এছাড়া ও নানাবিধ সমস্যা  প্রতিরোধ করতে  সাহায্য করে থাকে ।

 সজনে পাতার বহুমুখী  উপকারিতা

সজনে   পাতার গাছ  একটি আশ্চর্যজনক গাছ ।  এটি বিশ্বের সবচেয়ে অধিক কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ ।   এ গাছ থেকে প্রচুর পরিমানে আমরা পুষ্টি পেয়ে থাকি ।   বর্তমানে এখন এ গাছ  আবাদ করে ও  বাজারে শাক হিসেবে বিক্রি করা হয় ।  এর গুনাগুণ সম্পর্কে জেনে এ  খাবারটি প্রায়  অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ।  ফলে আমরা এ সজনে পাতা দিয়ে খুব সহজেই   মজার তরকারি রান্না করে নিতে পারি চটজলদি করে ।  এছাড়াও যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের এসময়ে কুষ্ঠকাঠিন্য  সমস্যায় ভুগতে হয়  ঠিক তখন তারা কোনো মেডিসিন নিতে পারে না । তাদের জন্য  সজনে পাতার রসই একমাত্র নিরাপদ ,যা পান করার পর তাদের এ  সমস্যা থেকে  দ্রুতই পরিত্রান পাওয়া সহজ ।

সুতরাং   সজনে পাতার  গুণাগুণ ও উপকারিতা থেকে বোঝা যায় যে ,  এটি  আমাদের প্রাত্যহিক জীবনে রোগ –প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে  থাকে ।    এটি  আর্য়ুবেদিকের মতো বেশ কাজ করে  থাকে যা অনেকাংশে  উপকারী ।

আরও পড়ুন 

পেট ব্যথা কমানোর ঘরোয়া   উপায়

মাথা ব্যথা ‍ দূর করার ৫ টি   ইন্সটেন্ট ঘরোয়া উপায়

Exit mobile version