রুপার একটি আশ্চর্যজনক ক্ষমতা হলো এই রুপা আপনার অন্য রত্ন ভান্ডারের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বলা হয়ে থাকে যে, রুবির সাথে সংযোগ রয়েছে সূর্যের। এ রুপার আংটি পড়লে শক্তি বা ক্ষমতা বাড়ে এবং নেতৃত্ব দেওয়ার আত্মবিশ্বাস বাড়ে।
আংটি রাত দিন ২৪ ঘন্টা পরে থাকলে হবেনা আংটি পড়তে হবে হাতের কনিষ্ঠা আঙুলে। তাহলেই মিলবে ৫ উপকার এমনটাই বলা হয়েছে জ্যেতিষ শাস্ত্রে। কেননা রুপার সংঙ্গে সম্পর্ক আছে বৃহস্পতি ও চন্দ্রের। যার ফলে আমাদের রাগ কমে যায় ও মন উৎফুল্ল থাকে।
রুপার একটি জনপ্রিয় ক্ষমতা হলো এটি মন শান্ত রাখতে সাহায্য করে। মনকে কুমন্ত্রনা থেকে বিরত রাখে। চার পাশের কঠিন পরিস্থিতি থেকে নিজকে বাচাঁতে সাহায্য করে, রুপার সংঙ্গে যেহেতু একটা শন্তির সম্পর্ক রয়েছে তাই বলা যায় বিবাহের পরবর্তি জীবনে ভালো একটা কাজ দেয় এবং এটি রুপের বিকাশ ঘটাতে সাহায্য করে।
রুপা হলো একটি চন্দ্রের প্রতিক এজন্য এটি মানুষের মাঝে আবেগ আধ্যাতিক শক্তিকে নিয়ন্ত্রন রাখতে সাহায্য করে এবং আামাদের মানুষিক শক্তি বিকাশ ঘটাতে ও বিচারিক শক্তি বাড়াতে সাহায্য করে।
এ রুপার আংটি পরিধানের কারনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষের শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। এবং এটি চন্দ্রের সংঙ্গে সম্পর্ক থাকার কারণে আপনার ঠান্ডা, সর্দি, বাতের ব্যথা থেকে রক্ষা করে।
রুপার আরও একটি আশচর্যজনক ক্ষমতা হলো এটি মানুষের রত্ন ক্ষমতা বৃদ্বি করতে সাহায্য করে। এই রুপার রুবির সংঙ্গে সংযোগ রয়েছে, এটি পড়ার ফলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বাড়িয়ে দেয়।
রুপোর আরো একটি অদ্ভুত ক্ষমতা হলো এটি আপনার অন্যসব রত্মের ক্ষমতা বাড়াতে ও সাহায্য করে। মূলত বলা যায় যে, রুবির সংঙ্গে যোগ রয়েছে সূর্যের। যদি রুপোর আংটিসহ পড়া হয় অতঃপর তা ফ্যাশন ও উদ্ভাবনী শক্তি বাড়াতে সাহায্য করে থাকে।