Site icon dotnewsbd.com

এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বললেন বাইডেন

এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বললেন বাইডেন

বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ তৈরি হয়েছে রাশিয়াকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে এই কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। চিন বলছে তারা রাশিয়াকে কোন অস্ত্র দেয়নি এই নিয়ে চলছে তুমুল ভাগ যুদ্ধ।

গত শুক্রবার বাইটেন কানাডা সফর করেন তখন তিনি বলেন যে, ৩-৪ চার মাস ধরে চীন রাশিয়া কে অস্ত্র সরবরাহ করে আসছে কিন্তু চীন বলছে তারা কোন সহায়তা করেনি। এ নিয়ে একে অপরের দিকে সন্দেহ তৈরি হয়েছে

প্রেসিডেন্ট বইডেন বলেন আমি চীনকে নরমালি ভাবে দেখছি না তাদের কাজকর্ম অনেক গোপনীয়ভাবে চলছে কিন্তু এই বিষয়টা আমি নরমাল ভাবে দেখছি না। এর আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীন তাদের সীমানা লংঘন করে আসছে যা আমরা আশা করি না।

গত বছর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে আমেরিকা বিভিন্নভাবে ইউক্রেন কে সহায়তা করে আসছে এবং রাশিয়ার ওপর বিভিন্ন রকমের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তৈরি করে আসছে যুক্তরাষ্ট্র। আবার আমেরিকা বলছে রাশিয়াকে চীন গোপনে সহায়তা করে আসছে কিন্তু চীন বলছে তারা কোন সহায়তা করিনি এ নিয়ে অনেক বাঘ ভীতন্ড তৈরি হচ্ছে

আরোও পড়ুন

পবিত্র রমজানে রোজাদারদের জন্য ইফতারের উন্মুক্ত ব্যবস্থা করেছে চেলসির

ক্রিপ্টোকারেন্সি বলতে কি বুঝায় এবং ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ সকরে? What is cryptocurrency bangla article??

Exit mobile version