বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

ইন্সুরেন্স করা কি জায়েজ আছে ? ইন্সুরেন্স কোম্পানির কাজ কি?

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৯ Time View
ইন্সুরেন্স করা কি জায়েজ আছে ? ইন্সুরেন্স কোম্পানির কাজ কি?

বর্তমানে  এখন সবাই ভবিষৎ প্রজন্মের কথা ভেবে  আয়ের কিছু অংশ সেভিংসে  রাখেন ।  এজন্য তারা  ইন্সুরেন্স  করার জন্য  অনেক বেশিই ইচ্ছা পোষণ করে থাকেন।  এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।

ন্সুরেন্স  বলতে কী বুঝায় ?

ইন্সরেন্স কথাটির বাংলা অর্থই হচ্ছে বীমা ।  আবার বীমাই হচ্ছে চুক্তি ।  বীমা হলো  একটি  চুক্তিপত্র  যা  আপাদের বিপদের সময় বা যেকোনো   সমস্যার সম্মুখীন হলে  তারা আপনার পাশে থাকবে । এমনকি আপনাকে এ প্রতিকূলতা থেকে রক্ষা করতে সহায়তা করবে ।  মনে করেন আপনি একটি ৩ লাখ  টাকার বীমা করলেন  ৩ বছরের জন্য । তাহলে  কোনো ব্যক্তি যখনই এ তিন বছরের জন্য এ বীমাটি করার চুক্তিপত্র করেন  এবং তা  শুধুমাত্র নিদিষ্ট সময়ের জন্য একটি নিদিষ্ট পরিমান টাকা প্রিমিয়াম করে থাকে আর  এটাকেই কিস্তি বলে।

স্পষ্টভাবে বলতে গেলে , ধরুন আপনি একটি বীজ বীমা করে তা জমা করলেন  এবং  তা থেকে প্রতি মাসে  সুনির্দিষ্ট   পরিমাণ অনুযায়ী  ফি জমা করলেন এই বীজের জন্য । আবার  মনে করেন এক বছর বীমাকালীন   সময়ের মধ্যে  কোনো দূ্র্ঘটনা  বা প্রাকৃতিক দূর্যোগ এসব কারণে    সে বীজের কোনো ক্ষতি হয়  সেক্ষেত্রে বীমা কোম্পানি  থেকেই আপনাকে   ক্ষতিপূরন দিয়ে দিবে ।

উক্ত আলোচনার প্রেক্ষিতে,  নিশ্চয়ই আপনারা সে সম্পর্কে সম্যক ধারণা পেয়ে গেছেন।

ইন্সুরেন্স কত প্রকার ও কি কি? । ইন্সুরেন্স কোম্পানির কাজ কি?

সাধারণত আমরা এটা্ও জানি যে , এই ইন্সুরেন্স বা বীমা অনেক  ধরনের   হয়ে থাকে।  সেসব তালিকা থেকে অবশ্যই আপনি আপনার  পছন্দ অনুযায়ী  যেকোনো    বীমা করতে পারবেন ।  আর এ ৮টি ইন্সরেন্সেই  মানুষ অনেক বেশি বীমা করে থাকে ।    অধিকাংশ   মানুষ এ ইন্সুরেন্সগুলোতে  অনেক   বেশি  হারেই করে থাকে।

এই ৮  ধরনের   ইন্সুরেন্স গুলো হলো –

  1. জীবন বীমা (Life Insurance)
  2. স্বাস্থ্য বীমা (Health Insurance)
  3. সাধারণ বীমা (General Insurance)
  4. অগ্নি বীমা (Fire Insurance)
  5. ভ্রমন বীমা (Travel Insurance)
  6. সম্পত্তি বীমা (Property Insurance)
  7. দুর্ঘটনা বীমা (Accidents Insurance)
  8. গৃহ বীমা / ঘরের ইন্সুরেন্স (Building Insurance)

 

মূলত আমরা এটা ও জানি  যে সকল  ইন্সুরেন্স বা বীমা গুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে  জড়িত না সেই সব বীমা বা ইন্সুরেন্সকে সাধারণ ইন্সুরেন্স বলে । এ বীমা মূলত দুই ধরনের  হয়ে থাকে। যেমনঃ

  • জীবন বীমা এবং
  • সাধারণ বীমা।

জীবন বীমার ছাড়াও যত বীমা আছে সবগুলোকে সাধারণ বীমা বলে ।

জীবন  বীমার সুবিধা।

লাইফ ইন্সুরেন্স করার বিশেষ  সুবিধা হলো ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে  অনেক সহায়তা  পেয়ে  থাকেন  তাই লাইফ ইন্সুরেন্স । এ বীমা করলে যে ধরনের বিশেষ সুবিধা পাওয়া যায় তা অন্য বীমার থেকে উত্তম । এর ফলে  হঠাৎ যদি কোনো দূর্ঘটনার কবলে পড়ে আপনার    ক্ষতি হয়ে যায়   তাহলে আপনি নিসন্দেহে এ ইন্সরেন্স কোম্পানির নিকট থেকেই সহযোগিতা পাবেন ।  যাতে আপনি ক্ষতি গ্রস্ত  পরিস্থিতিতে ও   তাদের থেকে সাহায্য – সহযোগিতা    পেয়ে থাকবেন ।  যা আপনার জন্য  অনেক বিশাল সাপোর্টিভ ও হবে  , আবার অনেক উপকার ও হবে ।

লাইফ ইন্সুরেন্স এর বিশেষ  লাভজনক  সুবিধা হলোঃ

  • মৃত্যুর পর আপনার পরিবার আর্থিক  ও অস্বচ্ছলতা সমস্যার সম্মুখীন ও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
  • আর্থিক  সহায়তাই নয় বরং  সেই বীমা কোম্পানীর  নিকট হতে  একরাথে বিনিয়োগের পুরো টাকাই  ফেরত পাবেন।
  • তাছাড়াও ইমার্জেন্সি  আপনার টাকার বিশেষভাবে প্রয়োজন হলে  বীমা কোম্পানীল নিকট থেকে ঋণ  তুলতে ও পারবেন ।
  • যেকোনো দূর্যোগে আপনার পরিবার আর্থিক ভাবেও  নিরাপত্তা পাবে ।

 

  1. ইন্সুরেন্স কোম্পানির কাজ কি?

প্রায় সবারই একটা  প্রশ্ন  থেকে যায় মূলত   জীবন বীমা বা  ইনসুরেন্স কোম্পানীর  কাজ কি ?  তাহলে আসুন জেনে নেওয়া  যাক  ,বীমা হলো এক ধরণের  আর্থিক সুযোগ – সুবিধা  পাওয়ার জন্য  বীমা গ্রহীতা ও বীমা কোম্পানীর  মাঝে একটি চুক্তি ।  যা দ্বারা  বীমা গ্রহীতা এককালীন বা কিস্তিতে বীমা কোম্পানীকে   কিছু নিদির্ষ্ট পরিমাণ  টাকা দিয়ে থাকেন ।  এই নির্দিষ্ট পরিমাণ টাকাকেই  বলে  বীমা প্রিমিয়াম।

 

ইসলামিক  দৃষ্টিকোণ থেকে  ইন্সুরেন্স বা বীমা করা  জায়েজ আছে ?

সাধারণত    যারা  জন্মগতভাবে মুসলমান  বিশেষ করে তাদের জন্য এটি খুবই চিন্তনীয় বিষয় । কেননা ইসলামে  সুদ খাওয়া হারাম ।  তাই  ইসলামিক চিন্তা ধারা ও এর দৃষ্টিকোণ থেকে জানতে হবে  এটা কি হালাল না কি হারাম।  যেকোনো ধরনের বীমাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে  হারাম বলে গণ্য হবে ।  ইসলামি শরীয়তের দৃষ্টিতে  তা সম্পূর্ণ  না জাযেজ  বা অবৈধ  লেনদেন ।  সমস্ত মুফতি  আলেম –ওলামাদের  বক্তব্যে তা বলা হয়েছে ।  একজন প্রকৃত পরিপূর্ণ মুসলমান হিসেবে  তা  এড়িয়ে  চলাই সর্বোত্তম।

বাংলাদেশে হেলথ ইন্সুরেন্স কোথায় করবো? প্রক্রিয়া কি?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

USEFUL LINKS।

© All rights reserved © 2023 dotnewsbd.com
Theme Customized By BreakingNews