Site icon dotnewsbd.com

ইউক্রেনকে  স্লোভাকিয়া থেকে আগত  চারটি মিগ -২৯ যুদ্ধবিমান  দিয়েছে

ইউক্রেনকে  স্লোভাকিয়া থেকে আগত  চারটি মিগ -২৯ যুদ্ধবিমান  দিয়েছে

স্লোভাকিয়া   থেকে   আগত ইউক্রেনকে   চারটি  ‍যুদ্ধবিমান মিগ -২৯ নামক বিমান পাঠিয়েছেন । এছাড়াও  ইউক্রেনকে  তাদের নিজস্ব বহরের প্রায় ১৩ টি  যুদ্ধবিমান  মিগ -২৯  নামক  বিমান  দেওয়ার ও  ঘোষণা করেছিল  স্লোভাকিয়া দেশ । এ  ১৩টি  ‍যুদ্ধবিমানের  মধ্যে   সম্প্রতি  ইউক্রেনকে চারটি  বিমান  দেওয়া  হয়েছে ।  এছাড়াও গত বৃহস্পতিবার সোভিয়েত থেকে তৈরিকৃত  এ যুদ্ধবিমান   গুলো মূলত স্লোভাকিয়া থেকে  ইউক্রেনে পৌঁছায় ।   

  আবার স্লোভাকিয়ার  প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানায় , গত বৃহস্পতিবার    

সোভিয়েত থেকে তৈরিকৃত  মোট চারটি যুদ্ধবিমান ইউক্রেনকে  পাঠানো হয়েছে । তারা আরো ও বলেন  তাদের দেওয়া কথা অনুযায়ী   বাকি যুদ্ধবিমানগুলো  ইউক্রেনের নিকট পাঠানো হবে   কয়েক সপ্তাহের মাঝেই ।  এ বিমানগুলো   নিরাপদে সেখানে  না পৌঁছানো অবধি এ ব্যাপারে   বিস্তারিত কিছু বলা যাচ্ছে না ।

এছাড়াও রাশিয়াকে বাঁধা দিতে   আশপাশের প্রতিবেশী ও  পশ্চিমা  সকল  দেশগুলোর   নিকট ও ‍যুদ্ধবিমান চাচ্ছে ইউক্রেন সরকার ।  এ ডাকে সাড়া দিয়ে   ন্যাটো জোটভুক্ত  ‍দ্বিতীয় দেশ  স্লোভাকিয়া   এ প্রথম  যু্দ্ধবিমান  দিয়ে  সহযোগিতা করে ।  এ যুদ্ধবিমানগুলো  পাঠানোর জন্য  তাদের সাথে জড়িত  সকলকে   ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ  করেছেন দেশটির  প্রতিরক্ষামন্ত্রী  জারোস্লাভ নাদ ।   

 তাছাড়া স্লোভাকিয়ার   প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে   বুধবারে জানান , যুক্তরাষ্ট্র থেকে ও তাদেরকে ১২টি  নতুন  সামরিক  হেলিকপ্টার দেওয়ার  আশ্বাসে দেন ।   ইউক্রেনের  যুদ্ধবিমানের ক্ষতিপূরণ   দিতে  অফার  দিয়েছে ওয়াশিংটন।   আবার পূর্বে  যুক্তরাষ্টের  তৈরি কৃত  মোট চৌদ্দটি  এফ -১৬ যুদ্ধবিমান ক্রয় করার জন্য  চুক্তিবদ্ধ  হয় স্লোভাকিয়া।

আবার রাশিয়ার  নিকট থেকে   প্রতিবারই অভিযোগ   করে বলা হয়েছে , ন্যাটো ইউক্রেনে  আধুনিক  সকল অস্ত্র সরঞ্জাম  সংগ্রহ করে  ‍যুদ্ধকে  দীর্ঘ সময়  ধরে  চালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ।

আরোও পড়ুন

পবিত্র রমজানে রোজাদারদের জন্য ইফতারের উন্মুক্ত ব্যবস্থা করেছে চেলসির

ক্রিপ্টোকারেন্সি বলতে কি বুঝায় এবং ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ সকরে? What is cryptocurrency bangla article??

Exit mobile version