বর্তমানে সময়ের আলোচিত র্স্বন ব্যবসায়ি আরাবখানের বিরুদ্বে যে পুলিশ হত্যার মামলাটি রয়েছে। এটি গুরুত্বসহকারে নিয়ে ইন্টারপোলের নিকট একটি রেড অ্যার্লাট পাঠানো হয়েছে এবং ইন্টারপোল তা গ্রহন করেছে বল্লেন পুলিশের আইজিপি।
সম্প্রতি আরাব উরুফে রবিউল ইসলাম দুবাউয়ে একটি সপ উদ্বোধন করার জন্য ক্রিকেটার সাকিব আল-হাসান, চিত্রনায়িকা দিঘি, ও হিরো আলমকে দাওয়াত করেন। এই গটনা স্যোশেলমিডিয়ায় ভাইরাল হয়ে পরে এবং তিনি তার সপের জন্য ৪০ কোটি টাকা খরছ করে একটি বাজপাখিও তৈরি করেছেন। তিনি এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তা নিয়ওে আছে অনেক জল্পনা কলপনা।
আরাব খানের বা আপন এর বাসা গোপালগন্জ তিনি দেশে থাকা অবসথায় মামুন ইমরান নামের একজন পুলিশ কর্মকর্তা হত্যার আসামি হন। সে দেশ থেকে ভারতে যায় এবং ভারত থেকে ভারতের পাসর্পোট দিয়ে দুবাই যায়, এবং সেখানে তিনি কোটি টাকার ব্যবসা দার করান বতর্মানে তিনি দুবাইতে আছেন।
আরাবখান দাবি করেন তার অফিসে যে ঘটনাটি ঘটিছে তার সাথে ওনার কোন সর্ম্পক নাই এবং তিনি আরও বলেন তার সাথের ব্যবসায়িগন বিরুদ্বে লেগে ঘটনাটি অনেক বড় করছেন। তার বিরুদ্বে ৯টি মামলার গ্রেফতারি জারি রয়েছে ।
চিত্রনায়িকা মাহিয়া মাহির সর্ম্পকে জান্তে চাইলে আইজিপি বলেন তিনি সুস্থ বিচার পাবেন। মাহিয়া মাহি সৌদি থেকে দেশে আসার সাথে সাথে তাকে আটক করা হয় এবং ৫ঘন্টা পর আবার মুক্তি দেওয়া হয়।