Site icon dotnewsbd.com

আইটেম গানে বেশ উৎফুল্ল   পূজা চেরি

আইটেম গানে দেখা মিললো ‘পরি’র বেশে পূজাকে

বর্তমান সময়ের  তরুন প্রজন্মের   চলচিত্র জগতের  জনপ্রিয় নায়িকা পূজা চেরি ।  তাকে আবারো দেখা গেলো একটি আইটেম গানে বেশ  উৎফুল্ল মেজাজে  । এ  গানে তিনি ঠোঁট মিলিয়েছেন।

আর এ গানেই  পূজা চেরির   মনোমুগ্ধকর নজর কেড়েছে হাজারো দর্শকদের । এ গানের মূল শিরোনাম   হলো ’এক দুই তিন” ।  এ গানটি গেয়েছেন কন্ঠশিল্পী   আদ্রিজা ব্যানার্জি তাঁর গানেই পূজা চেরিকে দেখা গিয়েছে    গ্ল্যামারস  পার্টি লুকে   দর্শকদের  মনোরঞ্জন   করতে ।

”পরী”  নামের এ চলচিত্রে  এ আইটেম গানটি ও বেশ আলোড়ন ছড়াচ্ছে। এ গানের সুর ও সঙ্গীতে   চিত্রায়ন করেছেন দুজন তাঁরা হলেন  রাজু রাজ ও  বিদ্রোহ দীপন ।

এ  গল্পটির মূল ছিল  – পাচারকারিদের  হাতে পড়ে  থাইল্যান্ডে আটকে পড়ে  এক বাংলাদেশী নারী । সে সেখান থেকে ফিরে আসতে ও চায়  দেশে ।  কিন্তু সে চাইলেই কি পারবে  ফিরতে?

এ গল্পে দেখা যায় , তার জীবন  ও ডুবতে থাকে  অন্ধকারের স্রোতধারায় ।  ঠিক তখনই আলোর মশাল হয়ে  তার জীবনে আসে আরেক তারকা। তাহলে কি পর্দার এই জনপ্রিয় অভিনেতা  কি সত্যিই হতে  পারবে    মুখোমুখি হয়ে বাস্তব জীবনের নায়ক ।

এ  ওয়েব চলচিত্রটি নির্মাণ করেছেন  বিশিষ্ট ব্যক্তি মাহমুদুর রহমান হিমি । পূজার বিপরীতে রয়েছেন ছোট  পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ।

এছাড়া ও অন্যান্য  চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ  বাচ্চু সিনথিয়াসহ আরোও অনেকে।

আরও পড়ুন 

সীতাকুন্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর অন্তত চারদিন যাবত ‍বিদ্যুৎহীন ২০০ পরিবার

মেজাজ হারালেন সাইফ আলী খান ফটোশিকারিদের সাথে।

Exit mobile version