বর্তমান সময়ের তরুন প্রজন্মের চলচিত্র জগতের জনপ্রিয় নায়িকা পূজা চেরি । তাকে আবারো দেখা গেলো একটি আইটেম গানে বেশ উৎফুল্ল মেজাজে । এ গানে তিনি ঠোঁট মিলিয়েছেন।
আর এ গানেই পূজা চেরির মনোমুগ্ধকর নজর কেড়েছে হাজারো দর্শকদের । এ গানের মূল শিরোনাম হলো ’এক দুই তিন” । এ গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আদ্রিজা ব্যানার্জি তাঁর গানেই পূজা চেরিকে দেখা গিয়েছে গ্ল্যামারস পার্টি লুকে দর্শকদের মনোরঞ্জন করতে ।
”পরী” নামের এ চলচিত্রে এ আইটেম গানটি ও বেশ আলোড়ন ছড়াচ্ছে। এ গানের সুর ও সঙ্গীতে চিত্রায়ন করেছেন দুজন তাঁরা হলেন রাজু রাজ ও বিদ্রোহ দীপন ।
এ গল্পটির মূল ছিল – পাচারকারিদের হাতে পড়ে থাইল্যান্ডে আটকে পড়ে এক বাংলাদেশী নারী । সে সেখান থেকে ফিরে আসতে ও চায় দেশে । কিন্তু সে চাইলেই কি পারবে ফিরতে?
এ গল্পে দেখা যায় , তার জীবন ও ডুবতে থাকে অন্ধকারের স্রোতধারায় । ঠিক তখনই আলোর মশাল হয়ে তার জীবনে আসে আরেক তারকা। তাহলে কি পর্দার এই জনপ্রিয় অভিনেতা কি সত্যিই হতে পারবে মুখোমুখি হয়ে বাস্তব জীবনের নায়ক ।
এ ওয়েব চলচিত্রটি নির্মাণ করেছেন বিশিষ্ট ব্যক্তি মাহমুদুর রহমান হিমি । পূজার বিপরীতে রয়েছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ।
এছাড়া ও অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু সিনথিয়াসহ আরোও অনেকে।
আরও পড়ুন